দেশের সবথেকে সফল অ্যাথলিট হিমা দাস! পরিসংখ্যান বলছে তেমনই

Sat, 01 Sep 2018-7:41 pm,

মোট ৪৫টা দেশ এশিয়ান গেমসে অংশ নিয়েছিল। যার মধ্যে অনেক দেশই কোনও পদক পায়নি।

ধরে নিন হিমা দাস একটা দেশের নাম। তা হলে হিমা দাস কিন্তু এশিয়ান গেমসে অংশ নেওয়া ৪৫টা দেশের মধ্যে পদক জয়ের বিচারে ২৭ নম্বর স্থানে থাকতেন। ইরাক একটা সোনা ও দুটো রূপো জিতেছে। এদিকে, হিমা একাই একটা সোনা ও দুটো রূপো জিতেছেন।

জাকার্তায় এশিয়ান গেমসে মহিলাদের ৪০০x৪ মিটার রিলেতে দেশকে সোনা জিতিয়েছেন হিমা দাস। 

মিক্সড ৪০০x৪ মিটার রিলেতে রূপো জিতেছিলেন আসামের ঢিং গ্রামের এই মেয়ে।

এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার ইভেন্টে ৫০.৫৯ সেকেন্ড সময় করে রূপো জিতেছিলেন হিমা। 

এর আগে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন হিমা দাস।

একটা সোনা ও দুটো রূপো জিতেছেন আসামের হিমা দাস। 

আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলো এশিয়ান গেমস থেকে কোনও পদক জেতেনি। সেখানে হিমার একার পকেটেই তিনটি পদক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link