যুদ্ধ হলে কার হাতে কত শক্তি জেনে নিন

Wed, 27 Feb 2019-6:17 pm,

ভারত-পাক সীমান্তে চড়ছে পারদ। আকাশে যুদ্ধকালীন তত্পরতা। পরমাণু শক্তিধর দুই পড়শিই রণং দেহি। কার বায়ুসেনার হাতে কত শক্তি? যুদ্ধাস্ত্রে কে এগিয়ে? দেখে নিন।

পুলওয়ামার প্রত্যাঘাতে পড়শির ঘরে ঢুকে পাল্টা আঘাত ভারতের। আর তার পর থেকেই দুই ভারত-পাকিস্তানের আকাশসীমায় হামলা, পাল্টা হামলা। সম্মুখসমর। এই মুহূর্তে কতটা এগিয়ে ভারত? পাকিস্তানই বা কোথায় দাঁড়িয়ে? 

মোট যুদ্ধাস্ত্র-                     ভারত- ২১৮৫          পাকিস্তান-  ১২৮১

যুদ্ধবিমান                         ভারত- ৫৯০             পাকিস্তান- ৩২০

আক্রমণাত্মক বিমান       ভারত- ৮০৪               পাকিস্তান- ৪১০

হেলিকপ্টার                    

ভারত- ৭২০                পাকিস্তান- ৩২৯

আক্রমণাত্মক কপ্টার      

ভারত- ১৫                  পাকিস্তান-  ৪৯

প্রতিরক্ষা বাজেট থেকে  অস্ত্রসম্ভার, সবেতেই পাকিস্তানের থেকে দশ-পা এগিয়ে ভারত। আকাশ-লড়াইয়ে আমাদের টেক্কা দেওয়ার মতো শক্তি পাকিস্তানের নেই। কেন?

সম্মুখসমরে

পাকিস্তানের হাতে- ৮৫টি F-16                                          

ভারতের হাতে - ১১৪টি  MIG-21

পাকিস্তান- ১০১টি CAC FC-1                        

ভারত- ৬৬টি MIG 29

৮৫টি  দাসো মিরাজ                               

৪৪টি MIG 27

১৮০টি চেংডু5                                     

৪১টি মিরাজ- 2000

২৪২টি সুখোই সু-30

 ভারতীয় নৌসেনার হাতে আছে আরও ২৩৬টি যুদ্ধবিমান। আকাশযুদ্ধে শক্তি ও সংখ্যা, দুইয়েই এগিয়ে ভারত। যদিও এই পরিস্থিতিতে সবচেয়ে আশঙ্কার কথা একটাই, দুদেশের হাতেই পরমাণু অস্ত্র আছে। সেই অস্ত্র বহণকারী ব্যালিস্টিক মিসাইলও আছে। এখানে কিন্তু অল্প হলেও পাকিস্তানের পাল্লা ভারী।

পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে ১৪০ থেকে ১৫০টি ভারতের হাতে আছে ১৩০-১৪০টা

৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার ক্ষমতাশালী অগ্নি ৩-সহ ভারতের কাছে ৯ ধরণের ক্ষেপণাস্ত্র আছে পাকিস্তানের মিসাইল প্রোগ্রাম পুরোটাই চিন-নির্ভর  সন্ত্রাস-দমনের যুদ্ধে অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে থাকা জরুরি।

বুঝিয়ে দিচ্ছে এই সার্জিক্যাল স্ট্রাইক। ধারে ভারে এগিয়ে থাকলেও পাকিস্তানের 'হাইপ্রোফাইল' বন্ধু চিনের সঙ্গে পাল্লা দিতে ভারতের আরও ৭০০ যুদ্ধবিমানের প্রয়োজন। আড়েবহরে এই মুহূর্তে আকাশ-লড়াইয়ে নামলে, পাকিস্তানকে যোগ্য জবাব দিতে তৈরি দিল্লি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link