Mamata Banerjee: `বাংলায় থাকেন তাই আপনার বাড়িও...`, ছট পুজোয় কাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
সোমবার ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী এবং কলকাতার সিপি মনোজ কুমার বার্মা সহ আরও অনেকেই এদিন ছটপুজো উপলক্ষে দইঘাটে উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী নিজে পুজো দিয়েছেন দইঘাটের ছট পুজোতে।
কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকার দু’টি ঘাটে যাবেন তিনি।
এদিন ছট পুজো দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার তরফ থেকে ছটের অভিনন্দন। ছট পুজো উপলক্ষে কলকাতার ১২৬ টি ঘাট পরিস্কার করেছি।'
এইদিন তিনি ঘাটে সাবধানে পুজো দেওয়ার কথা বলেছেন এবং সব শেষে তিনি জানান, "যদি আমার উপর কোনরকম মনোমালিন্য থাকে তাহলে আমাকেই বলবেন, কোনভাবে ভুল বুঝবেন না আমায়।"