করোনা পরবর্তী সময়ে ময়দানে স্যানিটাইজার গেট আনছে IFA
অভিনব উদ্যোগ আই এফ এর। স্যানিটাইজার গেট তৈরি করছে রাজ্য ফুটবল সংস্থা।
করোনা পরবর্তী সময়ে ফুটবল চালু হলেই ময়দানের সব মাঠে দেখা যাবে এই স্যানিটাইজার গেট। প্রতি পাঁচ সেকেন্ড অন্তর যা স্যানিটাইজ করবে।
শুধু ময়দানের ঘেরা মাঠেই নয়, খোলা মাঠেও দেখা যাবে এই স্যানিটাইজার গেট। খেলা শুরু হওয়ার আগে এই গেটের মধ্যে দিয়েই মাঠে ঢুকতে হবে ফুটবলার, কোচ আর কর্মকর্তাদের।
ইতিমধ্যেই নিজেদের লোগো লাগানো মাস্ক আর ফেস শিল্ড এনেছে রাজ্য ফুটবল সংস্থা।
কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে পাউচ স্যানিটাইজারও।