Ileana D’Cruz: ছেলের বয়স ১৪ মাস, ফের মা হতে চলেছেন ইলিয়ানা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনেই ইলিয়ানার ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। আবারও মা হচ্ছেন অভিনেত্রী।
২০২৪ সালের ১২ মাস কেমন কেটেছে, তার ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে।
কিন্তু ভক্তদের চোখ আটকেছে অক্টোবর মাসে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি।
নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে, ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’।
সেখানেই অভিনেত্রীর আবেগঘন অভিব্যক্তি দেখে অনেকের অনুমান, আবার মা হচ্ছেন ইলিয়ানা। যদিও অভিনেত্রী নিজে কিছু জানাননি।
মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা, কিন্তু সে খবর আগে প্রকাশ করেননি। তাই ইলিয়ানা যখন প্রথম মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন, অনেকেই চমকে উঠেছিলেন।