লাখ লাখ টাকার নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত দুর্গাপুরে, ধৃত ৩
নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিস। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে পুলিস নিউটাউনশিপ থানা এলাকার তিন জায়গায় অভিযান চালায়। আসানসোল-দুর্গাপুর পুলিসের এসিপি দুর্গাপুর জোন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযান হয়।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন বিধাননগর জোনাল মার্কেট ও মামরা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানেই প্রায় ৪ লক্ষ টাকার মতো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়।
ধৃতদের মধ্যে মনোতোষ কর নিউটাউনশিপ থানার গণতন্ত্র কলোনির বাসিন্দা। বিশ্বজিৎ দাস বিধাননগর স্টিল পার্ক এলাকার বাসিন্দা। মিন্টু সাহা ফুলঝোড়ের বাসিন্দা।
বেআইনি বাজির বিরুদ্ধে ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিস।