‘ভারতকে সুরক্ষিত রাখতে বাংলাদেশি অনুপ্রেবশকারীদের খুন করা উচিত’
অসমে নাগরিক পঞ্জিকরণের ঘটনায় এবার প্রভাব পড়ল প্রতিবেশী দুই দেশের সম্পর্কে। ভারত-বাংলাদেশ, দুই দেশের সম্পর্কের মধ্যে শুরু হল চাপানউতর!
অসমের ৪০ লাখ মানুষ নাগরিক পঞ্জিকরণ তালিকা থেকে বাদ পড়তেই শাসক দলের পক্ষ থেকে বলতে শুরু করা হয়- এনআরসি তালিকায় (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস অব ইন্ডিয়া) যাদের নাম আসেনি তাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী।
বিজেপির নেতা-মন্ত্রীরা এও বলেন- বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে, তাঁরাই কেবল শরণার্থী। আর মুসলিমরা অনুপ্রবেশকারী।
শাসকদলের নেতা-মন্ত্রীদের এমন উস্কানিমূলক বক্তব্যের পর সরব হয় বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে”।
রাজ্য বিজেপি নেতারা অসমের নাগরিক পঞ্জিকরণ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন-বাংলায় ক্ষমতায় আসলে এখানেও ‘অনুপ্রেবশকারী’দের বাস্তুহারা করবে তাঁরা।
এবিষয়ে, বাংলাদেশের এক মন্ত্রীর বক্তব্য- এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এতে বাংলাদেশের কোনও যোগ নেই।
নিজেদের অবস্থান নিয়ে তাত্পর্যপূর্ণ বক্তব্য দিয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রী বলেন- ‘অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশি নন’।
এদিকে এনআরসি এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে পরিস্থিতি আরও ভয়াবহ করেছেন বিজেপি বিধায়ক রাজা সিং।
তেলেঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিং অনুপ্রেবেশকারীদের কার্যত খুন করার নিদান দিয়ে বলছেন, “‘ভারতকে সুরক্ষিত রাখতে বাংলাদেশি অনুপ্রেবশকারীদের গুলি করে দেওয়া উচিত”।