মোদীকে চাপে ফেলতে পারলাম না, অবশেষে স্বীকার করে নিলেন হতাশ ইমরান

Wed, 25 Sep 2019-11:18 pm,

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি দিলেও আদতে যে পাকিস্তান বিশ্বমঞ্চে ভারতকে চাপে ফেলতে পারেনি, তা স্বীকার করে নিলেন ইমরান খান।

রাষ্ট্রসঙ্ঘের শীর্ষ সম্মেলনে ফাঁকে সাংবাদিকদের সামনে হতাশা ব্যক্ত করে ফেললেন ইমরান খান। আর তাঁর ক্ষোভ গিয়ে পড় আন্তর্জাতিক মহলের উপরে। 

কাশ্মীর থেকে ভারত সরকার ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর কোনও চেষ্টার ত্রুটি রাখেননি পাক প্রধানমন্ত্রী। কিন্তু সাফল্য আসেনি। 

 

ইমরান খানের স্বীকারোক্তি, মোদীর উপরে কোনও চাপই তৈরি হয়নি। আন্তর্জাতিক মহলকে নিয়ে আমি হতাশ। 

হতাশ ইমরান খান বলেন, যদি ৮০ লক্ষ ইউরোপীয়, ইহুদি অথবা মাত্র ৮ জন মার্কিন নাগরিককে আটক রাখা হলে কি এমন প্রতিক্রিয়াই হত? কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলতে মোদীর উপরে কোনও চাপই নেই। 

কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাগে আনা গেল না? ভারতের ক্রমবর্ধমান আর্থিক শক্তির কথা স্বীকার করে ইমরানের ব্যাখ্যা, ভারত ১২০ কোটি জনসংখ্যার দেশ। সে দেশের বিরাট বাজার কেউই হাতছাড়া করতে নারাজ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link