‘কাশ্মীরে গণভোট নিতে হবে ভারতকে’, খোলস ছেড়ে বেরিয়ে আসছেন ইমরান
কাশ্মীর নিয়ে প্ররোচনা দেওয়ায় ক্লান্তি নেই পাকিস্তানের। সেই রাস্তায় হাঁটলেন ইমরানও। ক্ষমতায় এসে ধীরে ধীরে খোসল ছেড়ে বেরতে শুরু করেছেন পাক প্রধানমন্ত্রী। রবিবার কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইমরান।
শনিবার কাশ্মীরের পুলওয়ামায় এক এনকাউন্টার চলার সময়ে মৃত্যু হয় সাত সাধারণ নাগরিকের। সেই ঘটনা নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইমরান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি কাশ্মীরের বিষয়টি তোলার হুমকিও দিয়েছেন।
রবিবার টুইটারে ইমরান লেখেন, পুলওয়ামায় নিরীহ মানুষদের হত্যার তীব্র নিন্দা করছি। খুন দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান করা যাবে না। ভারতের এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমার রাষ্ট্রসংঘে তুলব। জম্মু ও কাশ্মীরে যে গণভোট হওয়ার কথা ছিল তা পুরণ করতে হবে ভারতকে।
পুলওয়ামার ঘটনার নিন্দা করে ইমরান লিখেছেন কাশ্মীরের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করার ভার তাদের ওপরেই ছেড়ে দিতে হবে।
কিছুদিন আগেই করতারপুর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ইমরান খানই বলেছিলেন, দুদেশের সদিচ্ছা থাকলে কাশ্মীর কোনও ইস্যুই নয়। এমনিতেই সমাধান হয়ে যাবে। সেই ইমরান পাল্টি খেয়ে এখন বলছেন নতুন কথা।