দান পেতে সৌদির যুবরাজের গাড়ির চালক পাক প্রধানমন্ত্রী, মস্করা নেটিজেনদের
সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের আপ্যায়নে কোনও খামতি রাখেনি পাকিস্তান। বিদেশি গাড়ি ভাড়া থেকে গান স্যালুট- এমনকি তাঁকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী ইমরান খান।
এতেই থেমে থাকেনি আর্থিক সহায়তা পেতে সৌদির যুবরাজকে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেছে পাকিস্তান।
সৌদির যুবরাজকে খুশ করতে আকাশপথে চিনের জেএফ-১৭ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কনভয় করেছে পাকিস্তান। বিমানবন্দরে নামার পর মহম্মদ বিন সলমনকে মার্সিডিজ গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যান ইমরান।
গাড়ির চালক প্রধানমন্ত্রী! এমন ছবি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মস্করা। কেউ বলছেন, বিশ্বের সর্বাধিক বেতনভোগী চালক হলেন ইমরান খান।
এত চেষ্টা করে ফল অবশ্য মিলেছে। পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সম্পন্ন করেছে সৌদি আরব। পাকিস্তানকে বন্ধুরাষ্ট্র বলেও উল্লেখ করেছেন সৌদি যুবরাজ।