টানা ১০ দিন ধরে ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন মোট কত টাকা বাড়ল
টানা ১০ দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।
মঙ্গলবারও পেট্রোলের দাম বেড়েছে ৪৭ পয়সা ও ডিজেলে বেড়ছে সর্বোচ্চ ৯৭ পয়সা।
পেট্রোল-ডিজেলের পাশাপাশি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বাড়াল ১৬.৩ শতাংশ। প্রতি কিলোলিটারে বাড়ল ৫,৪৯৪.৫ টাকা।
মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম হল ৭৮.৫৫ টাকা প্রতি লিটার। দিল্লিতে এই দাম ৭৬.৭৩ টাকা।
লকডাউন শেষ হওয়ার পর ৭ জুন থেকে টানা ১০ বারে পেট্রোলে বেড়েছে। সবেমিলিয়ে পেট্রোলে বেড়েছে ৫.৪৭ টাকা ও ডিজেলে বেড়েছে ৫.৮ টাকা।