জুডিয়ান মরুভূমির এক Cave থেকে পাওয়া গেল ১০ হাজার বছরের পুরনো ঝুড়ি!
মুদ্রা, কঙ্কাল, চাদর, ঝুড়ি। এসব মিলল একটি গুহা থেকে।
মরুভূমির মাঝে সেই গুহা। নাম তার 'কেভ অব হরর'। আতঙ্কের গুহা।
গুহাটি রয়েছে ইজরায়েলের জুডিয়ান মরুভূমিতে। জনমানবহীন মরুভূমির ওই গুহার রয়েছে এক মর্মান্তিক ইতিহাস।
এক সময়ে রোমান সাম্রাজ্যের আগ্রাসনের বিরুদ্ধে ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করেছিল। জুডিয়ান মরুভূমিতে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে প্রায় ৫ লাখ ইহুদি মারা গিয়েছিলেন।
মৃত্যুভয়ে এলাকা ছেড়ে পালিয়েছিলেন অনেক ইহুদি। বহু ইহুদিকে একটি গুহার মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই গুহাতেই অন্ধকারে, অনাহারে দিনের পর দিন থাকতে-থাকতে মারা গিয়েছিলেন অসংখ্য ইহুদি। তাই তো গুহাটি 'কেভ অব হরর'।
সম্প্রতি সেখান থেকে উদ্ধার হল একটি শিশুর কঙ্কাল। যার বয়স ৬ হাজার বছর। গুহায় পাথরে চাপা পড়েছিল কঙ্কালটি। সব চেয়ে আশ্চর্যের, ওই কঙ্কালের কাছে একটি চাদরও পাওয়া গিয়েছে!
আরও অনেক কিছুই পাওয়া গিয়েছে ওই গুহা থেকে। ১০ হাজার বছরের পুরনো একটি ঝুড়ি, কিছু পুরনো মুদ্রা, পুঁথি এবং জামাকাপড়ও উদ্ধার হয়েছে।