Waterlog Kolkata: প্রবল বর্ষণে জেরবার জনজীবন, তুমুল বৃষ্টিতে `জলের তলায়` কলকাতা
বজ্র-বিদ্যুৎ-সহ রাতভর তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্তের জেরঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি। রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা।
ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজও সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে, অন্য একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে। এছাড়াও, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত।
রাতভর প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলযন্ত্রণার পরিস্থিতি জটিল হয়ে উঠছে৷ গভীর নিম্নচাপ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে৷
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি, জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ক্রমশ ওড়িশার দিকে ঢুকছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আগামী ২-৩ দিনে এগিয়ে যাবে।
ফলে জলমগ্ন শহরের একাধিক এলাকা। সুকিয়া স্ট্রিট, খিদিরপুরের ভূকৈলাস রোড, ঠনঠনিয়া, সার্দান অ্যাভিনিউতে জলযন্ত্রনার ছবি।