Janmashtami: আজ দেশজুড়ে পালন জন্মাষ্টমী, মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, দেখুন PHOTO

Mon, 30 Aug 2021-1:51 pm,

সোমবার কৃষ্ণজন্মাষ্টমী। শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকীতে কোভিড বিধি মেনেই ভারতের সমস্ত জনপ্রিয় মন্দিরে পূজিত হচ্ছেন তিনি। 

ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা নয়েডার ইসকন এবং মথুরা এবং বৃন্দাবন-সহ জনপ্রিয় মন্দিরে শঙ্খ বাজিয়ে এবং ঢাক বাজিয়ে উদযাপন করা হচ্ছে। 

কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শত শত ভক্ত নয়ডার ইসকন মন্দিরে সকালের প্রার্থনা করেছিলেন।

ভক্তরা সুসজ্জিত ইস্কন মন্দিরে ভিড় করেছিলেন এবং অনুষ্ঠান উপলক্ষে আচার অনুষ্ঠান পালন করেছিলেন।

জন্মাষ্টমীর জন্য সুরাট ইসকন মন্দিরে কোভিড-প্রোটোকল মেনেই চলছে পুজো। স্বেচ্ছাসেবকরা জমায়েত ও পুজোয় ভিড় কমাতে উদ্যোগী। 

শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর সারা দেশে জন্মাষ্টমী পালিত হয়। ভক্তরা উপোস করে এবং মন্দিরে প্রার্থনা করে দিনটি পালন করে।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের অষ্টম দিনে জন্মগ্রহণ করেছিলেন।

ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আশীর্বাদ নিতে মন্দিরে যান ভক্তরা। এই শুভ দিনে, অনুগামীরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নাটক এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন করে এবং তাঁর জন্মের জনপ্রিয় কাহিনী মন্দিরে বলা হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link