অ্যানফিল্ডে থ্রিলার! ৩০ বছর পর প্রিমিয়ার লিগ ট্রফি হাতে তুলল লিভারপুল
চেলসিকে ঘরের মাঠে ৫ গোল দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি হাতে তুলল লিভারপুল।
২৫ জুন চেলসির কাছে ম্যাঞ্চেস্টার সিটি হারতেই রেডসদের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায়। ৭ ম্যাচ বাকি থাকতেই তিন দশক পর ইপিএল খেতাব হাতের মুঠোয় করে ফেলে ক্লপের দল।
বুধবার রাতে চেলসির বিরুদ্ধে শেষ হোম ম্যাচ ছিল লিভারপুলের। ৮ গোলের থ্রিলারের সাক্ষী থাকল অ্যানফিল্ড।
৫-৩ গোলে ব্লুজদের টেক্কা দেন সালহারা। এই জয়ের ফলে চলতি ইপিএলে ঘরের মাঠে অপরাজিত থাকল লিভারপুল।
শুধু তাই নয়, টানা তিনটে ইপিএলে ঘরের মাঠে অপরাজিত থাকল রেডসরা।
ম্যাচের শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি তুলে দেওয়া হয় লিভারপুলের হাতে।
অধিনায়ক হেন্ডারসনের হাতে ট্রফি তুলে দেন লিভারপুলের কিংবদন্তি ফুটবলার ও কোচ কেনি ডালগলিশ।
তিন দশক আগে ১৯৯০ সালে শেষবার ইপিএল জয়ী লিভারপুল দলের কোচ ছিলেন তিনি।
করোনা আবহে মাঠে বসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেননি লিভারপুল সমর্থকরা। তবে বিশেষ অনুমতি নিয়ে মাঠে হাজির ছিলেন লিভারপুল ফুটবলারদের পরিবারের সদস্যরা।
ট্রফি নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন সালহা, মানেরা।