সমীক্ষায় বলছে দেশের সবথেকে ধনী পার্টি BJP! তারপরের নামটা শুনলে চমকে যাবেন

Fri, 28 Jan 2022-6:57 pm,

২০১৯-২০ অর্থবর্ষে সাতটি জাতীয় এবং ৪৪টি আঞ্চলিক দলের দ্বারা ঘোষিত মোট দায় ১৩৪.৯৩ কোটি টাকা। এর মধ্যে আঞ্চলিক দলগুলি ৬০.৬৬ কোটি টাকার মোট দায় ঘোষণা করেছে।

২০১৯-২০ অর্থবর্ষে আঞ্চলিক দলগুলির দ্বারা ঘোষিত মোট সম্পত্তির ১৬৩৯.৫১ কোটি টাকা (৭৬.৯৯ শতাংশ) রয়েছে ফিক্সড ডিপোজিট হিসেবে।

২০১৯-২০ অর্থবর্ষে, আঞ্চলিক দলগুলির মধ্যে, সমাজবাদী পার্টি ৫৬৩.৪৭ কোটি টাকা (২৬.৪৬ শতাংশ) সর্বোচ্চ সম্পদ ঘোষণা করেছে। তারপরেই রয়েছে TRS ৩০১.৪৭ কোটি টাকা এবং AIADMK যার সম্পদ ২৬৭.৬১ কোটি টাকা।

২০১৯-২০ আর্থিক বছরে সাতটি জাতীয় এবং ৪৪টি আঞ্চলিক দলের ঘোষিত মোট সম্পদের পরিমাণ যথাক্রমে ৬৯৮৮.৫৭ কোটি টাকা এবং ২১২৯.৩৮ কোটি টাকা।

বিজেপি ২০১৯-২০ আর্থিক বছরে ৪,৮৪৭.৭৮ কোটি টাকা মূল্যের সম্পদ ঘোষণা করেছে, যা সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সর্বোচ্চ। তারপরে রয়েছে BSP-র ৬৯৮.৩৩ কোটি টাকা এবং কংগ্রেস ৫৮৮.১৬ কোটি টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link