উত্তরবঙ্গের সবচেয়ে বড় শিবমূর্তি প্রতিষ্ঠার পরে ম্যাজিক এলাকায়! সবকিছু দেখে থ গ্রামবাসীরা...
চা-বাগান ঘেরা পাঙ্গা নদীর ধারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তোলা হয়েছে ৪৮ ফুট উচ্চতার এই শিবমূর্তি। যা দেখে রীতিমতো চমকে উঠতে হয়।
জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া ও ভুষাপাড়াকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বিশালাকার এই শিব মূর্তি।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কোনও স্থপতি বা কোনও শিল্পী ছাড়াই গ্রামবাসীরা নিজেদের হাতে তিল তিল করে গড়ে তুলেছেন সুদৃশ্য এই শিবমূর্তি।
এই শিবমূর্তি এখন উরবঙ্গের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। একসময়ের অখ্যাত ও অবহেলিত ভুষাপাড়া ও বানিয়াপাড়া এখন শিবঠাকুরের গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
শিবমন্দির কমিটির সভাপতি তপন রায় বলেন, ২০২৩ সালে আমরা গ্রামের সমস্ত স্তরের মানুষ মিলে নিজের হাতে এই শিবমূর্তিটি গড়ে তুলেছি।
তিনি যোগ করেন, এরপর থেকে ভোলানাথের আশীর্বাদে গ্রামের পরিবেশে আমূল পরিবর্তন ঘটেছে। অসংখ্য পর্যটকের আগমন ঘটায় অর্থনৈতিক ভাবেও এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভুষাপাড়া ও বানিয়াপাড়া গ্রাম।
এদিকে এ দুটি জায়গাও বিশেষ পরিচিতি লাভ করায় বেশ ভালো লাগছে গ্রামবাসীদের। শিবরাত্রি উপলক্ষে এবার সাতদিনের মেলার আয়োজন করা হয়েছে। ভক্তদের মনোরঞ্জনের জন্য থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও।