শরতের সকালে সবুজ মেরুন আবেগ, চ্যাম্পিয়ন মোহনবাগানের হাতে উঠল আই লিগ ট্রফি

Sun, 18 Oct 2020-12:09 pm,

সুখেন্দু সরকার-  শরতের আকাশ আজ মেঘে ঢাকা। মোহনবাগান সমর্থকরা বলছেন ওটা সবুজ মেরুন রং এ ঢেকেছে তিলোত্তমার আকাশ। পুজোর আগেই ফুটবল উৎসব শুরু বাঙালির। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। মার্চ মাসেই করোনা র আবহে আই লিগ চ্যাম্পিয় ন হয় কিবু ভিকুনার দল। কিন্তু মারণ ভাইরাসে র কারণে সব উৎসব আনন্দ আবেগ ছিল মাস্কে ঢাকা। 

রবিবাসীয় সকালে লিগ চ্যাম্পিয় ন ট্রফি তুলে দেওয়া হল মোহনবাগানকে। কোভিড বিধি মেনেই তো সব হল শহরের পাঁচতারা হোটেলে।  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মোহনবাগান সভাপতি টুটু বসু, সচিব সৃঞ্জয় বসু, অর্থ সচিব দেবাশিস দত্ত, আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, ফেডারেশন এর তরফে ছিলেন লিগ সিইও সুনন্দ ধর।  (ছবি- সুখেন্দু সরকার)

২০১৯- ২০ মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সাফল্য ধরা থাকল পাঁচ তারা হোটেলের জায়ান্ট স্ক্রিন এ। কর্তাদের মুখে মাস্কে সেঁটে রয়েছে চ্যাম্পিয়ন্স শব্দটি। (ছবি- সুখেন্দু সরকার)

আই লিগ সিইও সুনন্দ ধর বলেন, ২০১৯-২০ মরশুমে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে তা সত্যিই অসাধারণ। ক্লাব কর্তাদের পাশাপাশি ফুটবলার এবং কোচদের অভিনন্দন জানান।(ছবি- সুখেন্দু সরকার)

 এবার মোহনবাগান AFC কাপে খেলবে। শুধু ভারত সেরা নয়, এশিয়ার সেরা হবে মোহনবাগান । আশাবাদী সুনন্দ ধর।(ছবি- সুখেন্দু সরকার)

আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন, বাংলা ফুটবলের গর্বের দিন। অভিনন্দন মোহনবাগান। (ছবি- সুখেন্দু সরকার)

অরূপ বিশ্বাস বলেন, শুধু বাংলা নয়, মোহনবাগান আজ ভারতের গর্ব। মোহনবাগান ভারতীয় ফুটবলের পথিকৃৎ। (ছবি- সুখেন্দু সরকার)

গত সাত মাস বাড়ি থেকে বেরোতে দেননি ছেলে সৃঞ্জয় বসু। আজ আর আটকাতে পারেননি। ক্লাব সভাপতি আজ টুটু বসু বেড়িয়ে পড়েছেন বাড়ি থেকে। এটাই তো আবেগ। এদিন প্রয়াত বন্ধু অঞ্জন মিত্র কে স্মরণ করেন তিনি।(ছবি- সুখেন্দু সরকার)

আর তারপরেই এল সেই মাহেন্দ্র ক্ষণ। সুনন্দ ধর, অরূপ বিশ্বাস আই লিগ ট্রফি তুলে দিলেন টুটু বসু, সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত, ধন চন্দ্র সিং, সহকারি কোচ রঞ্জন চৌধুরী র হাতে। ট্রফি উঠল হুড খোলা গাড়িতে...(ছবি- সুখেন্দু সরকার)

আর বাইরে তখন সবুজ মেরুন আবেগের ঢেউ। মোহনবাগান মানেই তো আবেগের বিস্ফোরণ।(ছবি- সুখেন্দু সরকার)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link