নতুন বছরে এই ছুটিগুলো পাচ্ছেন না রাজ্যসরকারি কর্মীরা!
# কর্মক্ষেত্রে শনিবার ও রবিবার যাঁদের ছুটি থাকে তাঁদের জন্য ২০১৯ সালে খারাপ খবর রয়েছে। এই বছরে শনি ও রবিবার বেশ কয়েকটি ছুটি পড়ে গিয়েছে। অর্থাত্ নতুন বছরে এই ছুটিগুলো পাচ্ছেন না রাজ্যসরকারি কর্মীরা! এক কথায় রাজ্যসরকারি কর্মীদের ছুটি মার যেতে বসেছে এই বছর।
# প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) এবার পড়েছে শনিবার।
# সরস্বতীপুজো পড়েছে রবিবার (১০ ফেব্রুয়ারি)
# ডঃ বি.আর আম্বেদকরের জন্মদিন (১৪ এপ্রিল) এবার রবিবার পড়েছে।
# পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, এবার মহালয়া (২৮ সেপ্টেম্বর) পড়েছে শনিবার।
# দুর্গাপুজোয় সপ্তমী (৬ অক্টোবর) ও অষ্টমী (৭ অক্টোবর) পড়েছে শনি ও রবিবার।
# লক্ষ্মীপুজো এবার রবিবারে (১৩ অক্টোবর)
# ২০১৯ সালে কালিপুজোও পড়েছে রবিবারে (২৭ অক্টোবর)।