প্রজাতন্ত্র দিবসে এই প্রথম যোগ দিলেন নেতাজির আইএনএ-র সৈনিকরা

Sat, 26 Jan 2019-3:57 pm,

এই প্রথম প্রজাতন্ত্র দিবসে যোগ দিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ)। 

শনিবার ৭০তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতীয় সেনার জওয়ানদের সঙ্গে পাল্লা দিয়ে অংশগ্রহণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আইএনএ-র সদস্যরাও। উপস্থিত ছিলেন ৪ সৈনিক। 

সবারই বয়স নব্বইয়ের কোঠায়। এনারা হলেন ১০০ বছর বয়সের আইএনএ-র সৈনিক ভগমল, ৯৮ বছরের ললতি রাম, ৯৭ বছরে হীরা সিং এবং চণ্ডীগড়ের পরমানন্দ যাদব। 

 আইএনএ-র মাত্র ৪ জন কেন অংশগ্রহণ করলেন প্রজাতন্ত্র দিবসে। জবাবে প্যারেড ডেপুটি কম্যান্ডার মেজর জেনারেল রাজপল পুনিয়া বলেন, আইএনএ- যোগদানকারী সৈনিকদের এখনও কারা বেঁচে রয়েছেন, তা জানা সম্ভব হয়নি। 

স্বাধীনতার ৭২ বছর পরও আইএনএ-র সৈনিকরা এখনও অন্তরালেই রয়ে গেলেন বলে আক্ষেপ শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ১৯৪২ সালে আইএনএ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। 

এরপর নেতাজির নেতৃত্বাধীনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভগমল-ললতি-হীরাদের আইএনএ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link