IND vs ENG: ভারতের থেকে সবাই পিছিয়ে! বলছেন Sourav, এবার ৩-১ চাইছেন Sachin

Subhapam Saha Tue, 07 Sep 2021-1:57 pm,

নিজস্ব প্রতিবেদন: ইংরেজদের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাঘাতে ওভাল টেস্টে অনন্য জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ১৭১ রানে  ইংরেজদের দুরমুশ করেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। ১৯৭১ সালে এই মাঠে শেষবার জিতেছিল অজিত ওয়াদেকরের ভারত। দীর্ঘ ৫০ বছর পর ফের কেনিংটন ওভালে জিতল ভারত। কোহলিদের জয় উদযাপনে সোশ্যাল মিডিয়া দেখেছে টুইট বন্যা। দেখে নিন সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মহাতারকারা কী বললেন!

"অসাধারণ কামব্যাক! প্রতিবার সেটব্যাকের পর আমাদের ছেলেরা এভাবে ফিরে আসে। ইংল্যান্ড ৭৭/০ ছিল এক সময়। সেখানে থেকে ভারত নিজেদের কর্তৃত্ব ফলালো শেষ দিন। অনেক দূর যেতে হবে। এবার ৩-১ করে ফেল।"

"দুর্দান্ত শো। দক্ষতাই সবচেয়ে বড় ফারাক। কিন্তু চাপ নেওয়ার ক্ষমতা ভারতীয় ক্রিকেটে বাকি সবার থেকে অনেক এগিয়ে।"

 

"কামব্যাক করে ধারাবাহিক জয়ের নামই টিম ইন্ডিয়া।"

 

"এই টেস্ট ম্যাচ জয় স্পেশ্যাল। প্রথম দিনে ১২২/৭ থেকে এমন প্রত্যাবর্তন বহু দল করতে পারে না। তাও আবার বিদেশের মাটিতে করে দেখাল ভারত। সেই জন্যই এটা বিশেষ টেস্ট দল। স্মরণীয় জয়ের অংশ হওয়ার জন্য দলের সকলকে শুভেচ্ছা"

ওভাল টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ায়। রোহিত শর্মার (Rohit Sharma) সেঞ্চুরিতে (১২৭) ভারত রানের পাহাড় গড়ে। ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার জন্য হিটম্যানকেই ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link