বিরাটের পর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ চারের নজির গড়লেন রোহিত

Sukhendu Sarkar Tue, 13 Nov 2018-3:32 pm,

# রবিবার চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে একটি মাত্র বাউন্ডারি মারেন রোহিত শর্মা। ওই একটি চার মেরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০টি চারের মাইলস্টোন স্পর্শ করেন রোহিত শর্মা।

 

# আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ২০০ চারের মাইলস্টোন স্পর্শ করলেন 'হিটম্যান'।

# আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি চার মেরেছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ৮০ ম্যাচে ২২৩টি চার মেরেছেন তিনি।

 

# তালিকায় দুই নম্বরে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ শাহজাদ। ৬৫ ম্যাচে ২১৮টি চার শাহজাদের নামের পাশে।

 

# আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাউন্ডারির তালিকায় তিন নম্বরে বিরাট কোহলি। ৬২ ম্যাচে বিরাটের চার ২১৪ টি।

 

# তালিকায় চার নম্বরে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ৭৫ ম্যাচে ২০০টি চার মেরেছেন তিনি।

# ২০০ টি চার মেরেছেন রোহিত শর্মাও। কিন্তু গাপটিলের চেয়ে বেশি ম্যাচ খেলায় তিনি পাঁচ নম্বরে। রোহিত ৮৭টি ম্যাচে ২০০টি বাউন্ডারি মেরেছেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link