রান্নার গ্যাস বুকিং-এর নম্বর বদলাচ্ছে পয়লা নভেম্বর থেকে, নতুন নম্বর জেনে নিন এখনই

Sat, 24 Oct 2020-5:14 pm,

নিয়মে বদল। এতদিন ধরে যে নম্বরে ফোন করে Indane- এর গ্যাস বুকিং করতেন, সেটি বদলে গিয়েছে। অর্থাত্, পুরনো নম্বরে ফোন করলে আর গ্যাস বুকিং হবে না। ১লা নভেম্বর থেকে ফোন করতে হবে নতুন নম্বরে।

রান্নার গ্যাস বন্টনের ক্ষেত্রে একের পর এক নিয়মের বদল করেছে সরকার। এবার গ্যাস সংস্থাগুলিও বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একাধিক বদল আনতে চলেছে। ফলে সবাইকেই সেই নিয়ম মানতে হবে। 

পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর-এই তিনটি রাজ্যের ইন্ডেন গ্যাসের গ্রাহকরা পয়লা নভেম্বর থেকে 9088324365 নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতে পারবেন না। 

পয়লা নভেম্বর থেকে নতুন মোবাইল নম্বর 7718955555-এ ফোন করে গ্যাস বুকিং করতে হবে। ইন্ডেন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন (ওয়েস্ট বেঙ্গল)- এদিন জানিয়েছে এমনটাই।

ভর্তুকি, ভর্তুকিহীন এবং বাণিজ্যিক- সবরকম গ্যাস সিলিন্ডর বুকিং করতে হবে এই নতুন নম্বরে ফোন করে। যদিও অন্য গ্যাস সরবরাহ করা সংস্থাগুলি সিলিন্ডার বুকিং করার ফোন নম্বরে কোনও বদল করেনি বলে জানা যাচ্ছে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link