Independenc Day 22 : বসিরহাট কলেজে পতাকা উত্তোলন, লোকনাথ মন্দিরে নুসরত

Ranita Goswami Mon, 15 Aug 2022-7:20 pm,

স্বাধীনতার ৭৫ বছর পার, সোমবার গোটা দেশজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। এইদিনে বসিরহাটে একাধিক কর্মসূচিতে যোগদান করে বসিরহাটের সাংসদ নুসরত জাহান। বসিরহাট কলেজ সহ একাধিক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন নুসরত। 

এদিন বৃষ্টি বিঘ্নিত সকালে সাড়ে এগারোটা নাগাদ বসিরহাট কলেজে জাতীয় পতাকা উত্তোলন করেন বসিরহাটের সাংসদ নুসরত। পরে নেতাজির ছবিচে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

বসিরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের প্রান্তিক ফুটবল মাঠে ১০৫ ফুট উঁচু স্ট্যান্ডের উপরে ৩৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ নুসরাত জাহান।

এদিন সাংসদ নুসরত জাহান সঙ্গে ছিলেন বসিরহাট জেলা পুলিস সুপার জবি থমাস কে সহ পুলিস আধিকারিকরা, ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন নুসরতকে দেখতে এবং এত উঁচু স্যান্ডের উপর জাতীয় পতাকার ছবি মোবাইলবন্দি করে রাখতে টাকি রাস্তার ধারে লাইন দিয়ে ছবি তুলতে দেখা যায় সাধারণ মানুষকে।

এদিন বসিরহাট থানায় সোলার সিস্টেমের হাই মাস্ট লাইটের উদ্বোধন করেন সাংসদ নুসরত জাহান। 

সবশেষে সাংসদ, অভিনেত্রী নুসরত পৌঁছোন বরাসত সংলগ্ন কচুয়া ধাম লোকনাথ মন্দিরে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link