`মা-বোনদের জন্য মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড,` নেট দুনায়ায় ভাইরাল মোদীর মন্তব্য
দেশের শক্তির অর্ধাংশ নারীশক্তি। আর এই নারীর স্বাস্থ্যের দিকে সরকার সদা সতর্ক। শনিবার ৭৪তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রসঙ্গে সরকারি উদ্যোগে দেশের মা-বোনদের কাছে মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিন প্রধানমন্ত্রী জানালেন, দেশের প্রায় ৬,০০০ জনৌষধি কেন্দ্র থেকে মোট ৫ কোটি মহিলা ১ টাকায় স্যানিটারি প্যাড কিনেছেন।
প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার আওতায় জনৌষধি কেন্দ্র থেকে মাত্র ১ টাকায় বিক্রি করা হয় স্যানিটারি প্যাড। এর ফলে দুঃস্থ ও প্রত্যন্ত্য এলাকাতেও মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে।
শুধু গ্রামীণ এলাকাতেই নয়, শহুরে শিক্ষিত সমাজেও ঋতুস্রাবের ন্যায় স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া নিয়ে রয়েছে ট্যাবু। সেখানে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এই বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
নারীদের সমানাধিকারের সঙ্গে সঙ্গে তাঁদের স্বাস্থ্যের বিষয়ে ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অনেকে।