স্বাধীন ভারতের সচিন যুগ

Wed, 15 Aug 2018-11:07 am,

১৯৯৪, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হন অলরাউন্ডার কপিল দেব। ভেঙে দেন কিংবদন্তী রিচার্ড হেডলির রেকর্ড। 

ভারতীয় হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েন অনিল কুম্বলে। 

২০০১, স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৌরভের নেতৃত্বাধীন ভারতের স্মরণীয় টেস্ট সিরিজ জয়। ক্রিকেট ইতিহাসে সর্বকালীন হয়ে থাকল ইডেন টেস্টে ভিভিএস লক্ষ্মণ (২৮১) আর রাহুব দ্রাবিড়ের (১৮০) যুগলবন্দি।

২০০২, ইংল্যান্ডে সৌরভের ভারতের ন্যাটওয়েস্ট জয়।

২০০৪, বিশ্ব চ্যাম্পিয়নশিপ পাকিস্তানের মুলতানে বীরেন্দ্র সেওয়াগের ৩০৯ রানের ইনিংস। বীরুই প্রথম ভারতীয় যিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন। ওই বছরই পাকিস্তানে প্রথম সিরিজ জিতেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারত।

২০০৭, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের, অধিনায়ক ধোনির হাত ধরে।

২০০৮, অস্ট্রেলিয়ায় সিবি সিরিজ জয় ভারতের।

সাল ২০১০, একদিনের আন্তর্জাতিকে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ রান করেন সচিন রমেশ তেন্ডুলকর।

সাল ২০১১, দ্বিতীয়বার বিশ্বকাপ জয় ভারতের, এবার ধোনির হাত ধরে।

২০১২, ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর, যিনি একশো শতরান করলেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link