দিনে ৭৩% কম টিকাকরণ নিয়ে রেকর্ড, আমেরিকাকে ছাপিয়ে গেল ভারত
নিজস্ব প্রতিবেদন: টিকাকরণে আমেরিকাকে ছাড়িয়ে গেল ভারত! বিরাট সাফল্যের প্রশংসাও করল গেরুয়া শিবির। কিন্তু, উদ্বেগ পিছু ছাড়ল না। কারণ, ২৪ ঘণ্টায় টিকাকরণ কমে গেল ৭৩ শতাংশ। রবিবার টিকাকরণের যে হিসেব দেওয়া হয়েছে তাতে বলা হয়েছিল শনিবার টিকা পেয়েছেন ৬৪ লক্ষ ২৫ হাজার ৮৯৩ জন। সেখানে আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে উল্লেখিত পরিসংখ্যান বলছে ভ্যাকসিন পেয়েছেন ১৭ লক্ষ ২১ হাজার ২৬৮ জন।
২১ জুন যে রেকর্ড টিকাকরণ হয়েছিল দেশে, তা একাধাক্কা পৌঁছে গিয়েছে দৈনিক ১৭ লক্ষে। যা নিয়ে বিরোধী পক্ষের অভিযোগ, কেন্দ্র আগে থেকে টিকা মজুত রেখেছিল। তার জন্যই একদিন রেকর্ড সংখ্যায় ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।
কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ৩২ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ জন। গোটা বিশ্বে টিকাকরণে ভারতই সবচেয়ে এগিয়ে জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক। টুইট করে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ‘কোভিডের টিকাকরণে আর একটা মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। মোট টিকা দেওয়ায় আমেরিকাকে ছাপিয়ে গেল।’
আজ পর্যন্ত আমেরিকা দেশের ৩২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ৩২৮ জন নাগরিককে টিকা দিতে পেরেছে। সেখানে ভারত ১ জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করে পৌঁছে গিয়েছে ৩২ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭-তে।
নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, 'ভারতের টিকা অভিযান গতি বাড়িয়ে চলেছে! যারা এই প্রচেষ্টা চালাচ্ছেন তাদের সবাইকে অভিনন্দন। আমাদের প্রতিশ্রুতি সকলের জন্য ভ্যাকসিন বিনামূল্যে'।
India’s vaccination drive keeps gaining momentum! Congrats to all those who are driving this effort. Our commitment remains vaccines for all, free for all. सबको वैक्सीन, मुफ्त वैक्सीन। https://t.co/VK15ZPHMUm
— Narendra Modi (@narendramodi) June 28, 2021
অমিত মালব্য টুইট করে বলেন, ‘ টিকাকরণ দেরিতে শুরু করেছে ভারত। তা সত্ত্বেও কোভিডের টিকাকরণে আমেরিকাকে টেক্কা দিল ভারত। টিকাকরণে ভাল কাজ করেছে ভারত।’
India overtakes US in Covid vaccination, even though they had a slight head start… Well done, team India. pic.twitter.com/ak2M2HNHxl
— Amit Malviya (@amitmalviya) June 28, 2021