ট্রেন্ট ব্রিজের `অনার্স বোর্ডে` বিরাটের নাম

Wed, 22 Aug 2018-11:46 am,

# ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শতরান করলে কিংবা এক ইনিংসে পাঁচটি উইকেটে পেলে ওই ক্রিকেটারের নাম খোদাই করা হয় ট্রেন্ট ব্রিজের 'অনার্স বোর্ড'-এ।

 

# ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিনে কোনও ক্রিকেটারের নাম ওঠেনি ট্রেন্ট ব্রিজের 'অনার্স বোর্ড'-এ। দ্বিতীয় দিনেই নাম তুলে ফেলেন ভারতীয় পেসার হার্দিক পান্ডিয়া। ৬ ওভার বল করে ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন পান্ডিয়া।

# ট্রেন্ট ব্রিজের 'অনার্স বোর্ড'-এ নাম ওঠার পরেই, বোর্ডের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে হার্দিক বলেন, “এটা আমার কাছে একটা গর্বের মুহূর্ত। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। অনেক ভালবাসা”।

 

# ট্রেন্ট ব্রিজে প্রথম ইনিংসে তিন রানের জন্য শতরান হাতছাড়া করলেও দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। 

# ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনে বিরাট কোহলি ২৩তম শতরান করেন। টেস্টে শতরানের দিক থেকে চতুর্থ ভারতীয় বিরাট। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাসকরের পরেই উঠে এলেন কোহলি।

 

# শতরান করায় ট্রেন্ট ব্রিজের 'অনার্স বোর্ড'-এ এবার নাম উঠে গেল ভারত অধিনায়ক বিরাট কোহলির।

 

# ট্রেন্ট ব্রিজে চতুর্থ দিনে শতরান করেন ইংল্যান্ডের জোস বাটলার। ১০৬ রান করায় ট্রেন্ট ব্রিজের 'অনার্স বোর্ড'-এ নাম উঠবে বাটলারের।

# বাটলারের পাশাপাশি ট্রেন্ট ব্রিজে চতুর্থ দিনে ভারতীয় পেসার জশপ্রীত বুমরা ৫ উইকেট নিয়েছেন। তাই ট্রেন্ট ব্রিজের 'অনার্স বোর্ড'-এ নাম উঠবে বুমরাহ'র।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link