এক দিনে করোনা আক্রান্ত ৫০ হাজার ছুঁইছুঁই, আশার আলো সুস্থের হার
আরও এক দিন। আরও কিছু বড় সংখ্যা। আর বহু প্রাণহানি। প্রতিদিনের মতোই অব্যাহত দেশের করোনাভাইরাসের উর্ধ্বমুখী গ্রাফ। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৫,৩২,১৩৫। এক দিনে নতুন করে আক্রান্ত ৪৯,২৯২ জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩,৪২৫। তবে, এর মাঝে আশার ক্ষীণ আলো দেখাচ্ছে সুস্থতার হারে বৃদ্ধি।
এখনও পর্যন্ত করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছে দেশের ৯,৫২,৭৪৩ জন মানুষ। দেশের সুস্থতার হারও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
দেশের সুস্থতার হার এই মুহূর্তে ৬৪.২৪ শতাংশ।
করোনা রুখতে দ্রুত প্রচুর টেস্টিংই এখন অন্যতম লক্ষ্য স্বাস্থ্যমন্ত্রকের সেই উদ্দেশ্যে দেশজুড়ে বিভিন্ন স্থানে শুরু হয়েছে রাপিড টেস্টিং।