IND vs BAN: বাঘেদের আবার বিড়াল বানিয়ে ভারত বোঝাল পাকিস্তানের সঙ্গে ঠিক কোথায় ফারাক
পাকিস্তানকে ২-০ উড়িয়ে ভারতে এসেছিল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পদ্মাপারের দেশ ভেবেছিল যে, ভারতে এসেও বুঝি তারা বড় কিছু শিকার করবে! টেস্টের ২ নম্বর দল ও ৮ নম্বর দলের ফারাকটা হাড়ে হাড়ে টের পেল ৯ নম্বররা। ঘরের মাঠে রোহিত শর্মারা দুই ম্য়াচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ হোয়াইট ওয়াশ করল। বাঘেদের আবার বিড়াল হল! চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত ২৮০ রানে বাংলাদেশকে হারিয়েছিল। কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে পিষল টিম ইন্ডিয়া
ভারত-বনাম বাংলাদেশ দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট হয়ে গেল কানপুরে। ভারত গ্রিনপার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিল। গত শুক্রবার খেলার প্রথম দিনের যবনিকা পতন হয়েছি ৩৫ ওভারের পরেই! মন্দ আলো এবং তুমুল বৃষ্টির কারণেই প্রথম সেশনের পর আর মাত্র পাঁচ ওভারই করা গিয়েছিল। তারপর হয়ে যায় স্টাম্পস! দ্বিতীয় ও তৃতীয় দিনেও খেলা হয়নি বৃষ্টিজনিত কারণে। তবে সোমবার গতকাল চতুর্থ দিনের খেলা পুরোটাই হয়। আর এই দিনেই ভারত মোটামুটি ঠিক করে নিয়েছিল যে, পঞ্চম দিনে রেজাল্ট তুলে আনবেই।
৩ উইকেট হারিয়ে ১০৭ রানে ব্য়াটিং শুরু করা বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। মোমিনুল হক ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ভারতের হয়ে জসপ্রীত বুমরা তিন উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও আকাশ দীপ নিয়েছিলেন দুই উইকেট করে। ভারত ৯ উইকেটে ২৮৫ (যশস্বী জয়সওয়াল ৭২, বিরাট কোহলি ৪৭, ও কেএল রাহুল ৬৮) রান তুলে ডিক্লেয়ার করে প্রথম ইনিংস। মাত্র ৫২ রানের লিড নিয়ে শান্তদের ব্য়াট করতে পাঠিয়েছিলেন রোহিত।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তোলে মাত্র ১৪৬ রান। দলের সর্বোচ্চ স্কোরার ওপেনার শাদমান ইসলাম ৫০। জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ছিঁড়ে খান বাংলাদেশি ব্য়াটারদের। তাঁরা তিন উইকেট করে তুলে নেন। ভারতের সামনে ৯৫ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত হেসে খেলে ম্য়াচ বার করে নেয়। যশস্বী জয়সওয়াল ৫১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বিরাট কোহলি ৩৭ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
কানপুরে দুই ইনিংসে যথাক্রমে ৭২ ও ৫১ রান করে যশস্বী জয়সওয়াল হয়েছেন ম্য়াচের সেরা। চেন্নাই ও কানপুর মিলিয়ে ব্য়াট হাতে ১১৪ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
দুই ম্য়াচের টেস্ট সিরিজ এখন অতীত। এবার ভারত-বাংলাদেশ খেলবে তিন ম্য়াচের টি-২০ সিরিজ। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তওহিদ হৃদয়, মাহমদুল্লাহ, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।