Covid-19 4th Wave: কবে আসছে করোনার চতুর্থ ঢেউ? IIT কানপুরের গবেষকদের সাবধানবাণী

Mon, 28 Feb 2022-7:32 pm,

নিজস্ব প্রতিবেদন: করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ দেখে নিয়েছে সকলে। গোটা বিশ্ব-সহ ভারতে যে হাহাকারের ছবি ধরা পড়েছে, তা খুব সহজে ভোলার নয়। এবার নাকি করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave) আসার পালা! অন্তত এমনটাই বলছে IIT কানপুরের নয়া গবেষণা। 

গবেষণাটি করেছেন  IIT কানপুরের তিনজন গবেষক। সবরপ্রসাদ রাজেশভাই, শুভ্রশংকর ধর এবং শলভ। কবে আসছে করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave)? সেটাও বের করে ফেলেছেন গবেষকরা।

গবেষকরা বলছেন, আলফা, বিটা, গামা এবং ডেল্টার পর করোনার আরও একটি নয়া প্রজাতী সামনে আসতে পারে। তবে এর ভয়াবহতা নির্ভর করবে টিকার উপর।  

তিন গবেষকের মন্তব্য, রূপ বদলাতে পারে ওমিক্রন। ওমিক্রন-প্লাস হয়ে সেটা আসতে পারে। 

 

IIT কানপুরের তিনজন গবেষকের নয়া গবেষণায় উঠে এসেছে চলতি বছরের জুন মাসে আসতে পারে করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave)। 

২০২২-এর অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। যদিও সেটা কতটা ক্ষতিকর বা ভয়াভব হবে, তা এখনও বলতে পারেননি গবেষকরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link