দরকারের সময় হুড়মুড়িয়ে ধস নামল ব্যাটিং লাইনে, অকল্যান্ডে বাঁচার লড়াই ভারতের
দরকারের সময় ধস নামল ব্যাটিংয়ে। অকল্যান্ডে সিরিজ বাঁচানোর লড়াইয়ে লড়াই করছে কোহলির ভারত। ৩৩ ওভারে ১৫৯ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছে ভারতীয় ব্যাটিং।
টি-২০ সিরিজে দুরমুশ হওয়ার পর একদিনের সিরিজে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউ জিল্যান্ড। অকল্যান্ডে তুলনামূলক কম রানের পুঁজি নিয়েও লড়াই চালিয়ে গেল কিউয়ি বোলাররা। ২৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়তে থাকেন কোহলিরা।
দুই ওপেনার পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়াল রান পাননি। বিরাট কোহলিও ফিরলেন মাত্র ১৫ রানে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে এখন কোণঠাঁসা ভারতীয় দল। রবীন্দ্র জাদেজা ও নবদীপ সাইনি ক্রিজে লড়ছেন।
শ্রেয়স আইয়ার ৫২ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন। নিউ জিল্যান্ডের টিম সাউদি ও বেনেট দুটি করে উইকেট পেয়েছেন।