National Mathematics Day: বাবা কাজ করতেন কাপড়ের দোকানে, আর তিনি মাত্র পঁচিশেই গণিতের কিংবদন্তি...

Soumitra Sen Thu, 22 Dec 2022-6:53 pm,

১৮৮৭ সালের ২২ ডিসেম্বর তামিল নাড়ুতে জন্ম শ্রীনিবাস রামানুজনের। গণিত হল তাঁর কাজের ক্ষেত্র আর 'থিয়োরি অব নাম্বার' হল তাঁর মূল অবদানের জায়গা।   

 

কুম্ভোকোনমের সরকারি কলেজের পড়াশোনা করতেন রামানুজন। আশ্চর্যের কথা হল তিনি স্নাতকে কৃতকার্য হতে পারেননি। সব সময় গণিতে এত ডুবে থাকতেন যে, অন্য বিষয় প্রায় পড়তেনই না! 

ইন্ডিয়ান ম্যাথেমেটিক্যাল সোসাইটির জার্নালে ১৯১১ সালে প্রথম তাঁর গণিত সংক্রান্ত পেপার প্রকাশিত হয়।   

১৯১৪ সালে তিনি স্কলারশিপ নিয়ে ইংলন্ডে যান। সেখানে তিনি ব্রিটিশ ম্যাথেমেটিশিয়ান গডফ্রে এইচ হার্ডি-র তত্ত্বাবধানে গবেষণা করেন।  

গণিত বিষয়ে তাঁর মৌলিক কাজ ছিল। 'রামানুজন সামেশন' খুবই বিখ্যাত। খুবই কার্যকরী।  

১৯১৯ সালে দেশে ফেরেন রামানুজন। এর একবছর পরে, মাত্র ৩২ বছর বয়সে মারা যান বিস্ময়কর প্রতিভাবান এই গণিতজ্ঞ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link