খিদের আগুনে জ্বলছে দেশ! বিশ্ব ক্ষুধা সূচকে এবারও লজ্জাজনক জায়গায় ভারত

Sat, 17 Oct 2020-7:13 pm,

নতুন ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এমন লজ্জার পরিসংখ্যান আসলে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, সেসব অলীক স্বপ্ন। বা নেহাতই ভ্রান্ত প্রতিশ্রুতি! নিউ ইন্ডিয়া খিদের আগুনে জ্বলছে। 

বিশ্ব ক্ষুধা সূচক (Global Hunger Index)-এ ভারত এবার ১০৭টি দেশের মধ্যে ৯৪ নম্বরে রয়েছে। এমনকী বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলির থেকেও ভারত পিছিয়ে। 

বাংলাদেশ রয়েছে ৭৫ নম্বর-এ। মায়ানমার ৭৮-এ। পাকিস্তান ৮৮। আর এসব দেশের মতোই ভারতও খিদে ও অপুষ্টির নিরিখে গুরুতর বিভাগেই রয়েছে। রিপোর্ট বলছে, এদেশের ১৪ শতাংশ মানুষ অপুষ্টির শিকার।

গতবারও ১১৭টি দেশের মধ্যে ভারত ছিল ১০২ নম্বরে। অর্থাত্, গত এক বছরে দেশের মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে। সরকার যতই এদেশের আগ্রগতির কথা বলুক, আসলে তা নয়। বাস্তবে বেঁচে থাকার সামান্য দিকগুলি থেকেও বঞ্চিত এদেশের বহু মানুষ। 

এদেশে পাঁচ বছরের কমবয়সী বাচ্চাদের মধ্যে ৩৭ শতাংশের ওজন স্বাভাবিকের থেকে কম। অপুষ্টিতে শিশু মৃত্যুর হার ৩.৭ শতাংশ। ভারতের দুই প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা অবশ্য তুলনামূলক ভাল জায়গায় রয়েছে। শ্রীলঙ্কা তালিকায় ৬৪-তে। নেপাল ৭৩। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link