দেশের জন্য কিছুটা স্বস্তির খবর! করোনা এতদিনে ভারতবাসীকে খানিকটা রেহাই দিল
গত কয়েকদিনে সারা দেশে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তা নিয়ে চিন্তা বাড়ছিল প্রশাসনের। সামনে উত্সবের মরশুম। লোকজন বাড়ির বাইরে এসে একসঙ্গে উত্সবে মাতবে। বাড়তে পারে সংক্রমণের হার। তবে তার আগেই যেভাবে সংক্রমণের হার বাড়ছিল তাতে দুশ্চিন্তা ছিল।
এতদিন পর ভারতবাসীকে করোনা কিছুটা রেহাই দিল বলা যায়! সোমবারও নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৬,৭৩২। কিন্তু মঙ্গলবার সেই সংখ্যাটা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৫,৩৪২।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭০৬জন।
৭১, ৭৫, ৮৮০। সারা দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা এটাই। তবে প্রায় ৬৩ লাখ মানুষ করোনাকে হারিয়ে বাড়িও ফিরেছেন।
এখনো পর্যন্ত এক লাখ নহাজার ৮৫৬ জন এদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, সামনে আরও কঠিন লড়াই। ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্কতা অবলম্বন ছাড়া উপায় নেই।