Covid 19: ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১২২৫, মৃত ২৮

Thu, 31 Mar 2022-11:51 am,

গত ২৪ ঘন্টায় ১,২২৫ টি নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। 

ভারতও গত ২৪ ঘন্টায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট মৃত্যুর সংখ্যা ৫,২১,১২৯ হয়েছে।

রোগমুক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৪,৮৯,০০৪।

২৪ ঘন্টায় সক্রিয় কোভিড -১৯ সংক্রমণে ৩৯৭টি কেস হ্রাস হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৩ শতাংশ। রোগমুক্তির জাতীয় হার ৯৮.৭৬ শতাংশ।

দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে পরিচালিত ডোজ মোট ১৮৪.০৬ কোটি পেরিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৬,০৭,৯৮৭তি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link