IND vs NZ: জাডেজা-অশ্বিনের স্পিনেই ফিরল ভারত, কিউয়িরা এগিয়ে ১৪৩ রানে...
দ্বিতীয় দিনে ২৮ রানে এগিয়ে থাকা ভারতকে আবার লড়াইয়ে ফেরালেন স্পিনাররা। দিনের শেষে নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ৯ উইকেটে ১৭১। এগিয়ে ১৪৩ রানে।
দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়েছে নিউ জিল্যান্ড। ভারতের চেয়ে ১৪৩ রানে এগিয়ে রয়েছে তারা। হাতে এখনও একটি উইকেট। রবিবার সকালে দ্রুত সেই উইকেট নিতে চাইবেন জাডেজারা। শনিবার চারটি উইকেট নিয়েছেন জাডেজা এবং অশ্বিন নিয়ে ছিলেন তিনটি।
ওয়াংখেড়ের ২২ গজে বল অপ্রত্যাশিত ভাবে ঘুরছে। কোনও বল লাফাচ্ছে। প্রতি ঘণ্টায় আরও কঠিন হচ্ছে ব্যাটিং। ভারতের স্পিন সহায়ক পিচে এ দেশের স্পিনারদের বল খেলা কতটা কঠিন, তা শনিবার বুঝলেন নিউ জিল্যান্ডের ব্যাটারেরা।
ম্যাচের তৃতীয় দিন ভারতীয় দলের লক্ষ্য হবে নিউ জিল্যান্ডের শেষ উইকেটটি যত দ্রুত সম্ভব তুলে নেওয়া। নিউ জ়িল্যান্ড আর কোনও রান যোগ করতে না পারলেও জয়ের জন্য ভারতকে করতে হবে ১৪৪ রান।
ম্যাচের চতুর্থ ইনিংস হলেও তৃতীয় দিনের পিচে ব্যাট করার সুবিধা পাবেন রোহিত, কোহলিরা।