জনতা কার্ফুর বর্ষপূর্তিতে লাগামছাড়া করোনা সংক্রমণ, বেড়েছে অসতর্কতার প্রবণতা

Mon, 22 Mar 2021-2:22 pm,

নিজস্ব প্রতিবেদন: আজকের দিনেই ঘোষণা করা হয়েছিল জনতা কার্ফু। লকডাউনের ট্রায়াল রান। এরপরই করোনার দাপটকে কাবু করতে গোটা দেশে জুড়ে জারি করা হয় লকডাউন। সেই স্মৃতি উস্কে দিল আজকের করোনা সংক্রমণের হার। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৬,৯৫১ জন। নভেম্বরে করোনার গ্রাফ যখন নিম্নমুখী ছিল তখন সংখ্যাটা ঠিক এমনই ছিল। কিন্ত, এখন গ্রাফ ঊর্ধ্বমুখী। হু হু করে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণের হার।

 

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বেড়েছে ৪৬৯৫১ জন। মৃতের সংখ্যা ২১২ জন। ভ্যাকসিন আসার পর মানুষ দিন দিন অসতর্ক হয়ে পড়েছে। আর সেটাই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

মহারাষ্ট্রের দ্বিতীয় ঢেউ আটকাতে কঠর হতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। নাইট কার্ফু, আংশিক লকডাউন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। 

পাশাপাশি পাঞ্জাব, কেরালা, কর্ণাটক এবং গুজরাটে আক্রান্তের সংখ্যাও ক্রমশ বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪২২। সুস্থ হয়েছে ২৯৫ জন।  মৃতের সংখ্যা ৩। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link