শুধুই রেকর্ড! দেশে একদিনে করোনা আক্রান্ত ১ লক্ষ ছুঁইছুঁই

Thu, 10 Sep 2020-12:22 pm,

নিজস্ব প্রতিবেদন: ফের রেকর্ড! দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৭৩৫ জন। যা এপর্যন্ত সবচেয়ে বেশি। যার ফলে দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৩।

দৈনিক মৃত্যুরও আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে গত ২৪ ঘন্টায়। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ১ হাজার ১৭২ জন। দেশে এই নিয়ে মোট করোনার বলি ৭৫ হাজার ছাড়াল। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৯৩৯ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ লক্ষ ৭১ হাজার ৭৮৩ জন।

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ৬৭ হাজার ৩৪৯ জন। ঠাকরে রাজ্যে মোট করোনার বলি এপর্যন্ত ২৭ হাজার ৭৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ৮৬ হাজার ৪৬২ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ১০০ জন।

 

অন্ধ্র প্রদেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ২৭ হাজার ৫১২ জন। সে রাজ্যে করোনার বলি মোট ৪ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ২৫ হাজার ৬০৭ জন। সক্রিয় করোনা আক্রান্ত সেখানে ৯৭ হাজার ২৭১ জন।

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৮০ হাজার ৫২৪। সে রাজ্যে এপর্যন্ত নোভেল জয়ীর সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ২৩১। প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৯০ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৪৯ হাজার ২০৩।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link