আক্রান্ত, মৃত্যু দুয়েই রেকর্ড! দেশে করোনা রোগীর সংখ্যা ৪৫ লক্ষ পার

Fri, 11 Sep 2020-2:20 pm,

নিজস্ব প্রতিবেদন: কোনও ভাবেই রোখা যাচ্ছে না করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ফের করোনা আক্রান্তর রেকর্ড বৃদ্ধি। রেকর্ড মৃত্যুর সংখ্যাতেও। একদিনে করোনা নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৫১ জন। যার ফলে দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪৫ লক্ষ ৬২ হাজার ৪১৪।

গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০৯ জন। যা এপর্যন্ত সর্বোচ্চ। দেশে এখন মোট করোনার বলি ৭৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৮৮০ জন। দেশে মোট নোভেল জয়ীর সংখ্যা ৩৫ লক্ষ ৪২ হাজার ৬৬৩।

মাহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ৯০ হাজার ৭৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লক্ষ ৭১৫ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ২৮২ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৬১ হাজার ৭৯৮।

অন্ধ্র প্রদেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৭ হাজার ৬৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ৩৫ হাজার ৬৪৭ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৯৭ হাজার ৩৩৮। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৭০২ জন।

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৮৬ হাজার ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ২৯ হাজার ৪১৬ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৪৮ হাজার ৪৮২ জন। প্রাণ হারিয়েছেন ৮ হাজার ১৫৪ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link