Israel Palestine Conflict: বিধ্বস্ত গাজা; প্যালেস্টিনিয়দের জন্য ত্রাণ, ওষুধ, চিকিত্সার উপকরণ পাঠাল ভারত

Sun, 22 Oct 2023-8:50 pm,

ইজরায়েলের হামলায় বিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়াল ভারত। প্যালেস্টাইনে হাজার হাজার মানুষ ঘরছাড়া, জল নেই, খাবার নেই, হাসপাতালে বোমা ফেলেছে ইজরায়েলি সেনা। এরকম এক পরিস্থিতিতে গাজার মানুষের জন্য চিকিত্সা সরঞ্জাম, সামগ্রী পাঠাল ভারত। ট্যুইট করে এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

 

রবিবার ওইসব  ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বায়ুসেনার সি ১৭ বিমান অবরণ করল মিশনের আল আরিশ বিমানবন্দরে। ভারত যেসব মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে তার মধ্যে রয়েছে সার্জারির যন্ত্রপাতি, জীবনদায়ী ওষুধ, স্যালাইন, পেইন কিলার, তাঁবু, স্লিপিং ব্যাগ, ত্রিপল, স্যানিটেশেন আইটেম, জল শোধন করার ট্যাবলেট-সহ অন্যান্য জিনিসপত্র।

 

গত ৭ অক্টোবর ইজরায়েলি এলাকায় হামলা চালায় হামাস। পাল্টা হিসেবে তার পর থেকেই বোমা বৃষ্টি করে চলেছে ইজরায়েলি সেনা। ওই ভয়াবহ হামলায় জাগায় এলাকার পর এলাকা গুঁড়িয়ে গিয়েছে। হাসপাতালে বোমা পড়েছে। মানুষ পালাবার রাস্তা পাচ্ছে না। এমনকি, উত্তর ইজরায়েল থেকে গাজার মানুষদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও পলায়নরত মানুষের উপরেও বোমা পড়েছে। এরকম এক পরিস্থিতিতে গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছিল না ইজরায়েল। এনিয়ে দর কষাকষি চলতে থাকে।

গতকালই মাত্র ২০টি ত্রাণবোঝাই ট্রাক রাফা সীমান্ত দিয়ে গাজায় ঢোকার অনুমতি দিয়েছে ইজরায়েল। তার পরেও দুনিয়ার একাধিক মানবাধিকার সংস্থা ইজরায়েলের কাছে গাজায় আরও ত্রাণ যেতে দেওয়ার আবেদন করেছে। ভারতের তরফে পাঠানো হয়েছে ৬.৫ টন মেডিক্যাল সরঞ্জাম ও ৩২ টন ত্রাণ সামগ্রী।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল বলেছেন, গাজার ২০ লাখ মানুষের প্রয়োজন অনেক বেশি। তাই আরও ত্রাণ সেখানে পাঠাতে হবে। এখনই জাগার মানুষকে বাঁচাতে গেলে আরও ত্রাণ সামগ্রী  সেখানে পাঠানোর অনুমতি দিতে হবে। ওখানে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা দিতে হবে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, গাজায় ৬০ শতাংশ অত্যাবশ্যকীয় পরিষেবা বন্ধ রয়েছে। অধিকাংশ হাসপাতাল বন্ধ হওয়ার মুখে। জলে নেই, বিদ্যুত্ নেই, ওষুধ নেই, মেডিক্যাল সরঞ্জাম তলানিতে। ভয়ংকর পরিস্থিতি গোটা গাজায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link