টিম ইন্ডিয়ার জার্সিতে এবার নতুন স্পনসরের লোগো, ম্যাচের আগেই এল ছবি
সামনেই টি-২-০ বিশ্বকাপ। তার আগে আজ থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ যেন টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের কাছে নতুনদের দেখে নেওয়ার মঞ্চ। আর এমন মঞ্চে আবার টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে নতুনত্ব।
ভারতীয় দলের জার্সিতে নতুন স্পনসরের লোগে দেখা গেল। মাস দুয়েক আগেই ঘোষণা করা হয়েছিল, ভারতীয় দলের স্পনসর হিসাবে আর থাকছে না চিনা মোবাইল সংস্থা ওপো।
বেঙ্গালুরুর এডুকেশনাল অ্যান্ড অনলাইন টিউটোরিং ফার্ম বাইজু এবার ভারতীয় দলের নতুন স্পনসর। আর সেই সংস্থার লোগো আজ দেখা যাবে কোহলিদের জার্সিতে।
শনিবারই অবশ্য নতুন লোগো লাগানো জার্সি প্রকাশ পেয়েছে। এর পর ভারতীয় দলের ক্রিকেটারদের সেই জার্সিতে প্র্যাকটিসেও দেখা গেল।
আজ ধরমশালায় ম্যাচ হওয়া নিয়ে সংশয় রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া খারাপ থাকায় ভারতীয় দলের ক্রিকেটাররা ইন্ডোরে প্র্যাকটিস সেরেছিলেন।