ফের সাফল্য DRDO-র, নিখুঁত নিশানায় আঘাত করল INS Chennai থেকে ছোড়া ব্রহ্মস মিসাইল
আরও একটি সাফল্য ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র। রবিবার ভারতের স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে উত্ক্ষপণ করা হল সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহম্সকে। পরিকল্পনা মতোই সেটি গিয়ে আঘাত করল নিখুঁত নিশানায়।
-ছবি-প্রতীকী
শত্রু মোকাবিলায় ভারতের হাতে এখন রয়েছে একাধিক নিশানার ব্রহ্মস মিসাইল। এবার রণতরী থেকে নিক্ষেপ সফল হওয়ায় আইএনএস চেন্নাই এখন আরও শক্তিশালী অস্ত্রে পরিণত হল। এই মিসাইলটি যৌথভাবে তৈরি করেছেন ভারত ও রাশিয়ার বিজ্ঞানীরা।
-ছবি-প্রতীকী
গত ৩০ সেপ্টেম্বর ৪০০ কিলোমিটার পাল্লার ব্রহ্মস মিসাইলের সফল করীক্ষা করে ভারত । এর আগে ওই মিসাইলের পাল্লা ছিল ৩০০ কিলোমিটারের কাছাকাছি।
-ছবি-প্রতীকী
চিন-ভারত উত্তেজনার কথা মাথায় রেখে বর্তমানে ওই মিসাইল মোতায়েন করা হয়েছে লাদাখ ও অরুণাচলপ্রদেশে এলএসি বরাবর।
-ছবি-প্রতীকী
ব্রহ্মস মিসাইলের বিশেষত্ব হল এটি ছোড়া যাবে ডুবোজাহাজ, রণতরী, বিমান ও ট্যাঙ্ক থেকে। ২০১৯ সালে সু-৩০ বিমান থেকে এই মিসাইলের সফল পরীক্ষা করে বায়ুসেনা।
-ছবি-প্রতীকী