নেপালকে গোলের মালা পরিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারতের যুব ফুটবল দল
টুর্নামেন্টের গত পাঁচ ম্যাচে ২৮টি গোল করেছে ভারতীয় দল। একটিও গোল হজম করেনি তারা। এমনই একাধিক রেকর্ড গড়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারতের অনূর্ধ্ব ১৫ ফুটবল দল।
রবিবার কল্যাণী স্টেডিয়ামে নেপালকে ৭-০ গোলে হারাল ভারতীয় ছেলেরা। এই নিয়ে তিনবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় দল। যা রেকর্ড।
বিবিয়ানো ফার্নান্ডেজের কোচিংয়ে থাকা ভারতীয় দল টুর্নামেন্টের শুরু থেকেই দাপট নিয়ে খেলছে। ফাইনালেও তার অন্যথা হল না। নেপালকে একবারের জন্য ম্যাচে মাথা তুলে দাঁড়াতে দেয়নি ভারতীয় ছেলেরা।
ফাইনালে হ্যাটট্রিক করলেন সিদ্ধার্থ নংমেইকাপাম। মাহেসন সিং, অমনদীপ, শিবাজিত সিং ও হিমাংশু জাংরা একটি করে গোল করেছেন।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা হলেন ভারতের হিমাংশু জাংরা।