এবার ১০০ জিবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পেতে চলেছে দেশবাসী
শিগগিরই হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ভারতের নাগরিকরা। ১০০ জিবিপিএস স্পিডের উপরে ইন্টারনেট পরিষেবা পাবেন দেশবাসী।
আগামী বছরের মধ্যে তিনটি জিস্যাট উপগ্রহের উত্ক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
ইসরোর চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারীদের দেশ ভারত। তবে ব্রডব্যান্ড স্পিডের নিরিখে বিশ্বে ৭৬তম স্থানে দেশ। চলতি বছরে দুটি উপগ্রহ-জিস্যাট-১১ ও জিস্যাট-২৯ উত্ক্ষেপণ করতে চলেছে ইসরো। পরের বছর জিস্যাট ২০ উপগ্রহ উত্ক্ষেপণ করা হবে।
এই তিনটি উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে পাঠানোর জেরে ইন্টারনেট স্পিড ১০০ জিবিপিএসের অধিক হবে বলে দাবি করেছেন কে সিবান।
দেশজুড়ে আড়াই লক্ষ ওয়াইফাই স্পট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতনেটের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছনোই লক্ষ্য কেন্দ্রের।