India tour of South Africa: ম্যান্ডেলার দেশে উড়ে গেলে বিরাট কোহলি অ্যান্ড কোং

Subhapam Saha Thu, 16 Dec 2021-1:11 pm,

নিজস্ব প্রতিবেদন: এবার মিশন দক্ষিণ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলার দেশে ভারত খেলবে পূর্ণাঙ্গ (তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-২০) সিরিজ। বৃহস্পতিবার বিরাট কোহলি অ্যান্ড কোং উড়ে গেল জোহানেসবার্গে। এদিন জসপ্রীত বুমরাহ, চেতেশ্বর পূজারা, শার্দূল ঠাকুর ও ময়াঙ্ক আগরওয়ালদের ছবি শেয়ার করল বিসিসিআই।

আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট (৩-৭ জানুয়ারি) জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট (১১-১৫ জানুয়ারি) কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত।

জসপ্রীত বুমরার পাশাপাশি শার্দূল ঠাকুর ও মহম্মদ সিরাজও ফিরেছেন দলে।

ব্যাটিংয়ে বড় ভরসা ময়াঙ্ক আগরওয়াল

বিমানে হাসি মুখে জসপ্রীত বুমরাহ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে ওপেন করতে নেমে দুরন্ত ছন্দে ছিলেন 'হিটম্যান'। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে রোহিতকে দিয়েই ওপেন করানোর কথা ভাবছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু গত ররিবার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের নেটে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় টেস্ট খেলা হচ্ছে না তাঁর। রোহিতের বদলে এসেছেন প্রিয়ঙ্ক পাঞ্চাল। অন্যদিকে এই সিরিজেই রোহিতের কাঁধে টেস্টে ভাইস-ক্যাপ্টেনসির দায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে (কানপুর) জাদেজা খেলেছিলেন। কিন্তু মুম্বইতে হাতের চোটের জন্য খেলা হয়নি তাঁর। জাদেজার চোট পুরোপুরি সেরে না ওঠায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে জাদেজাও দলে জায়গা পাননি। দুই স্পিনার হিসাবে রয়েছেন রবি অশ্বিন ও জয়ন্ত যাদব। এমনকী অক্ষর প্যাটেলও নেই সফরে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link