সামরিক শক্তিতে বিশ্বে ৪ নম্বর স্থানে ভারত
গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০১৭-র রিপোর্ট অনুযায়ী অস্ত্রভাণ্ডার এবং সেনাবাহিনীর নিরিখে বিশ্বে চার নম্বর স্থানে রয়েছে ভারত।
প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানাধিকারী চিনের পরই ভারতের স্থান।
প্রতিবেশী দেশ পাকিস্তান এই তালিকায় অনেকখানি নীচে রয়েছে। ১৩ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান।
গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০১৬-তেও প্রথম পাঁচে ছিল ভারত। অন্যদিকে পাকিস্তান ছিল ১৫ নম্বর স্থানে।
ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, জাপান এবং ইজরায়েলের মতো শক্তিধর দেশগুলিকে টেক্কা দিয়ে ভারত রয়েছে একেবারে উপরের দিকে।
ভারতের মোট সেনা সংখ্যা ১৩ লক্ষ ৬২ হাজার ৫০০। সেই তুলনায় চিনের সেনা সংখ্যা প্রায় ৩৭ লক্ষের কাছাকাছি।
ভারতীয় বায়ুসেনার ২০১২টি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে ৬৭৬টি ফাইটার, ৮০৯টি অ্যাটাক এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে ভারতের।
চিনের ২৯৫৫টি যুদ্ধবিমান রয়েছে। এরমধ্যে ১২৭১টি ফাইটার, ১৩৮৫টি অ্যাটাক যুদ্ধবিমান, ২০৬টি অ্যাটাক চপার রয়েছে জিনপিং-এর দেশের।
অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর ৪৪২০টি কমব্যাট সাঁজোয়া যান, ৬৭০৪টি যুদ্ধ গাড়ি রয়েছে।
পাকিস্তানের বাহিনীতে সেই তুলনায় অনেক কম যুদ্ধাস্ত্র রয়েছে। ২৯২৪টি সাঁজোয়া যান রয়েছে পাক সেনার। চিনের রয়েছে ৬৪৫৭টি।
তবে ভারতীয় নৌসেনাকে কিন্তু চিন একটা জায়গায় হারিয়েছে। ভারতের ৩টি যুদ্ধ বিমান রয়েছে যেখানে চিনের রয়েছে একটি।
গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স-এর সূত্র অনুযায়ী, সামরিক খাতে ৫১০০ কোটি ডলার বাজেট বরাদ্দ করেছে ভারত। চিন ১৬১৭০ কোটি ডলার এবং পাকিস্তান ৭০০ কোটি ডলার ব্যয় করে সামরিক খাতে।