IND vs AUS : চিন্নাস্বামীতে জোড়া মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে `হিটম্যান`
বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কেরিয়ারের ৩০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মা।
মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নার পর তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়তে চলেছেন 'হিটম্যান'।
কুড়ি-কুড়ি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান রোহিত শর্মারই। দেশের জার্সিতে এখন পর্যন্ত ৯৪ ম্যাচে ২৩৩১ রান করেছেন রোহিত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়তে রোহিতের দরকার আর মাত্র ২টি ছয়।
নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল টি-টোয়েন্টিতে মেরেছেন ১০৩টি ছয়।
রোহিত এখন পর্যন্ত ১০২টি ছক্কা হাঁকিয়েছেন। গেইল ও গাপটিলকে টপকাতে বেঙ্গালুরুতে আর ২টি ছয় মারতে হবে রোহিতকে।