দেখুন ছবিতে: ইডেন টেস্টে টস কয়েনে, ভারত-বাংলাদেশের আমন্ত্রিতদের রুপোর কয়েন
সুখেন্দু সরকার: ইডেনে ইতিহাসিক দিন রাতের টেস্টকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি রাখছে না বিসিসিআই। ম্যাচের দিন সোনার কয়েনে টস করবেন ভারত ও বাংলাদেশের অধিনায়ক।
টসের সোনার কয়েন প্রকাশ করেছে বিসিসিআই। ওই কয়েনের এক পিঠে লেখা, ভারতের প্রথম গোলাপি বলের টেস্ট।
উল্টো পিঠে, ভারত বনাম বাংলাদেশ। সিএবি-র লোগো। ইডেন গার্ডেন, কলকাতা। এবং ম্যাচের দিন।
ভারতের টেস্ট অধিনায়কদের আমন্ত্রণ করা হয়েছে ইডেনে। থাকবেন সচিন তেন্ডুলকর, আজহারউদ্দিন, অনিল কুম্বলে, কপিল দেবরা। আমন্ত্রিত বাংলাদেশের প্রথম টেস্ট দলের ক্রিকেটাররা।
আমন্ত্রিত অতিথিদের দেওয়া হবে রুপোর কয়েন। সেটিও অবিকল সোনার কয়েনের মতো।