মোদীর ভারত কি সামরিক শক্তিতে চিনের চেয়ে এগিয়ে? আসুন, দেখে নেওয়া যাক...

Soumitra Sen Tue, 13 Dec 2022-5:14 pm,

এ বছরের ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রতিরক্ষা বাজেটে ৯.৭৮ শতাংশ বরাদ্দ বাড়িয়েছেন। ভারতের প্রতিরক্ষা বাজেট এখন ৫.২৫ ট্রিলিয়ন ($৭০.৬ বিলিয়ন)। যদিও চিন ২০২২ সালের জন্য তাদের প্রতিরক্ষা বাজেট রেখেছে ১.৪৫ ট্রিলিয়ন ইউয়ান (২২৯.৫ বিলিয়ন ডলার)!

ভারতের ৪৬১৪টি ট্যাঙ্ক রয়েছে, যেখানে চিনের ৫২৫০টি। ভারতে ১০০টি স্বচালিত কামান, ১৩৩৮টি রকেট লঞ্চার রয়েছে। চিনের কাছে ৪১২০টি স্ব-চালিত আর্টিলারি এবং ৩১৬০টি রকেট লঞ্চার রয়েছে। ভারতের কাছে ১৩৩৮টি মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে, চিনের রয়েছে ৩,১৬০টি। ভারতের আধাসামরিক বাহিনীর সংখ্যা ২৫২৭ ০০০, চিনের ৬২৪০০০। ভারতের বারো হাজার সাঁজোয়াযান রয়েছে, যেখানে চিনের রয়েছে ৩৫ হাজার।

ভারতের কাছে একটি বিমানবাহী রণতরী রয়েছে এবং চিনের রয়েছে দুটি। চিনের কাছে ৭৯টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের রয়েছে ১৭টি। ভারতের ১০টি ডেস্ট্রয়ার রয়েছে, চিনের রয়েছে ৪১টি।

ভারতের কাছে ৫৬৪টি যুদ্ধবিমান রয়েছে, চিনের কাছে ১২০০টি। ভারতের কাছে ২১৮২টি বিমান রয়েছে যেখানে চিনের ৩২৮৫টি। ভারতের ৮০৫টি হেলিকপ্টার, চিনের ৯১৬টি। চিনের ২৮১টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, ভারতের ৩৭টি।

ভারতের কাছে ১৬০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, চিনের কাছে ২৫০-৩৫০টি। চিনের কাছে DF-31A/DF-31AG ICBM ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা দশ হাজার থেকে ১৩ হাজার কিমি! ভারতের রয়েছে অগ্নি ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৫০০০ কিলোমিটার। ভারত বানাচ্ছে অগ্নি৬ মিসাইল, যার রেঞ্জ হবে ১১ হাজার থেকে ১২ হাজার কিমি!

অর্থাৎ, দুই দেশই চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। হতে পারে, তুল্যমূল্য বিচারে ভারত হয়তো কয়েক কদম পিছিয়ে।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link